Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রাগ জলধর কেদার

রাগ জলধর কেদার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রাগ জলধর কেদার

রাগ জলধর কেদার উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের রাগ বিশেষ। এই রাগে দুর্গা ও ছায়ানট রাগের প্রভাব লক্ষ্য করা যায়। তবে এতে কেদার রাগের রূপটি বজায় থাকে। এই রাগে মরধ্‌স দুর্গার রূপ প্রকাশ পায়, সধ্‌প্‌, রগমপ ব্যবহার করলে ছায়ানট-এর ভাব আসে। আর সর সম -প্রয়োগে কেদারের ভাব আসে।

রাগ জলধর কেদার

আরোহণ: স র স ম, মপ, পধ র্স
অবরোহণ : র্স ধপম, পমরস
ঠাট : বিলাবল
জাতি : ঔড়ব-ঔড়ব (গান্ধার ও নিষাদ বর্জিত)।


বাদীস্বর : মধ্যম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ : পূর্বাঙ্গ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : মপ, ধপম, রস, ম।

 

 

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।

আরও দেখুনঃ

Exit mobile version