রাগ জলধর কেদার

রাগ জলধর কেদার উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের রাগ বিশেষ। এই রাগে দুর্গা ও ছায়ানট রাগের প্রভাব লক্ষ্য করা যায়। তবে এতে কেদার রাগের রূপটি বজায় থাকে। এই রাগে মরধ্‌স দুর্গার রূপ প্রকাশ পায়, সধ্‌প্‌, রগমপ ব্যবহার করলে ছায়ানট-এর ভাব আসে। আর সর সম -প্রয়োগে কেদারের ভাব আসে।

রাগ জলধর কেদার

আরোহণ: স র স ম, মপ, পধ র্স
অবরোহণ : র্স ধপম, পমরস
ঠাট : বিলাবল
জাতি : ঔড়ব-ঔড়ব (গান্ধার ও নিষাদ বর্জিত)।

রাগ জলধর কেদার
বাদীস্বর : মধ্যম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ : পূর্বাঙ্গ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 রাগ জলধর কেদার
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : মপ, ধপম, রস, ম।

 

Music GOLNLogo 350X70 02 রাগ জলধর কেদার

 

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।

আরও দেখুনঃ

Leave a Comment