রাগ নায়েকী কানাড়া

রাগ নায়েকী কানাড়া উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর অঙ্গ কানাড়া। এই রাগে মল্লার এবং কানাড়ার মিশ্রণ লক্ষ্য করা যায়। যেমন রপ, ণ মপ মল্লার অঙ্গকে প্রকাশ করে। আবার ণ প জ্ঞ ম র স কানাড়া অঙ্গকে প্রকাশ করে। এর প্রকৃতি গম্ভীর।

রাগ নায়েকী কানাড়া

রাগ নায়েকী কানাড়া

আরোহণ : স, র, প জ্ঞম, ণপ র্স
অবরোহণ : র্স, ণপ, ণমপ, জ্ঞমরস
ঠাট : কাফি

 

জাতি : ষাড়ব-ষাড়ব (ধৈবত বর্জিত)
বাদীস্বর : প
সমবাদী স্বর : স

 

Google News Channel Logo

অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : মধ্যা রাত্রি
পকড় : রেপ, ণপ, জ্ঞম রস

 

cropped Music Gurukul Logo রাগ নায়েকী কানাড়া

 

সূত্র :
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৪ অক্টোবর ১৯৮০।
গীতবল্লরী পঞ্চম ভাগ। শ্রীপ্রশান্ত দাশগুপ্ত। ১৪ এপ্রিল, ১৯৭৩।

 

আরও দেখুন:

Leave a Comment