রাগ বঙ্গাল ভৈরব

রাগ বঙ্গাল ভৈরব উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত ভৈরব ঠাটের অন্তর্গত একটি রাগ বিশেষ। সমপ্রকৃতির রাগ ভৈরব। এই রাগে কোমল ধৈবত ও কোমল ঋষভ আন্দোলিত হয়। এই রাগের নিষাদ ব্যবহৃত হয় না এবং গমঋস বক্র।

রাগ বঙ্গাল ভৈরব

রাগ বঙ্গাল ভৈরব

 

আরোহণ : স ঋ, গ ম, প দ, র্স
অবরোহণ : র্স দ প ম গ ম ঋ স
ঠাট : ভৈরব
জাতি : ষাড়ব-ষাড়ব।
বাদীস্বর : দ

 

Google News Channel Logo

সমবাদী স্বর : ঋ
অঙ্গ : উত্তরাঙ্গ।

সময় : প্রাতঃকাল।

পকড় : দ-প, গমঋ-স

তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

 

Music GOLNLogo 350X70 02 রাগ বঙ্গাল ভৈরব

আরও দেখুন:

Leave a Comment