রাগ বারোয়া বা বারওয়া

রাগ বারোয়া উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত কাফি ঠাটের অন্তর্গত একটি রাগ বিশেষ। এই রাগে কাফি, সিন্ধুড়া এবং দেশী রাগের আভাষ পাওয়া যায়। এই রাগের দুই নিষাদের ব্যবহারের কারণে দেশী থেকে পৃথক করা যায়। টপ্পার উপযোগী কিছু বিশেষ রাগও আছে, তার মধ্যে বারোয়া একটি।

রাগ বারোয়া বা বারওয়া

রাগ বারোয়া বা বারওয়া

আরোহণ : স র, ম প, ধ, ন র্স
অবরোহণ : র্সণধপ মপ জ্ঞর জ্ঞস
ঠাট : কাফি
জাতি : ষাড়ব-সম্পূর্ণ।

বাদীস্বর : র
সমবাদী স্বর : প
অঙ্গ : পূর্বাঙ্গ।

সময় : দিবা ভাগ।

পকড় : রজ্ঞরস, ণ্‌ধ্‌ম্‌প্, ন্‌ন্‌স

 

cropped Music Gurukul Logo রাগ বারোয়া বা বারওয়া

 

 

বারোয়াঁ রাগে নজরুলসঙ্গীত:

  • মুসাফির মোছ্‌ রে আঁখি–জল
  • তব যাবার বেলা ব’লে যাও
  • দিও ফুলদল বিছায়ে পথে
  • ও কে কলসি ভাসায়ে জলে
  • পথ চলিতে যদি চকিতে

 

Google News Channel Logo

 

 

 

তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

 

আরও দেখুন:

Leave a Comment