রাগ মুলতানী

রাগ মুলতানী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে টোড়ি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। আরোহণে ঋষভ ও ধৈবত বর্জিত, অবরোহণ সম্পূর্ণ। কথিত আছে মুলতান নিবাসী শেখ বাহাউদ্দীন জাকারিয়া এই রাগটি সৃষ্টি করেছিলেন। তাঁর বাসস্থান মুলতান থেকে এই রাগের নাম মুলতানী হয়েছে।

রাগ মুলতানী

রাগ মুলতানী

আরোহণ: স জ্ঞ হ্ম প ন র্স
অবরোহণ : র্স ন দ প হ্ম জ্ঞ ঋ স
ঠাট : টোড়ি
জাতি : ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ : উত্তরাঙ্গ।

Google News Channel Logo

সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : প জ্ঞ, হ্ম প, হ্ম জ্ঞ, ম জ্ঞ ঋ স

রাগ মুলতানী রাগ মুলতানী

 

তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।

 

আরও দেখুন:

Leave a Comment