রাগ মোহনকোষ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এই রাগকে কোনো বিশেষের ঠাটের অন্তর্ভুক্ত করা যায় নাই। এই কারণে এই রাগের কোনো ঠাট উল্লেখ করা হয় নি।
রাগ মোহনকোষ
আরোহণ: সর গ ম দ ণ র্স
অবরোহণ : র্স ণ দ ম গ স।
ঠাট : অনির্দেশিত
জাতি : ষাড়ব-(পঞ্চম বর্জিত)-ঔড়ব (প এবং র বর্জিত)।
বাদীস্বর : মধ্যম
সমবাদী স্বর : ষড়্জ
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবাভাগ।
পকড় : স, দ্ণ্স, হ্মগস, র, গম, ণদম, গস।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
আরও দেখুন: