রাগ মোহন কল্যাণ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে দুই গান্ধার ব্যবহৃত হয়। রাগটি অপ্রচলিত। এখন আর প্রায় কাউকেই এই রাগটি গাইতে বাজাতে শোনা যায় না।
রাগ মোহন কল্যাণ
আরোহণ: সর জ্ঞপ ধর্স
অবরোহণ : র্স ণধপ, হ্মগরস।
ঠাট : কল্যাণ
জাতি : ঔড়ব-(মধ্যম ও নিষাদ বর্জিত)-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ঋষভ
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : স রজ্ঞ, পহ্মগ পর স।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
আরও দেখুন: