রাঙামাটির দেশে লিরিক্স [ Rangamatir deshe ja lyrics ] | Bhoomi [ভূমি]
গানঃ লাল পাহাড়ির দেশে যা
গায়কঃ সৌমিত্র রায়
অ্যালবামঃ বিশেষ
ব্যান্ডঃ ভূমি
রাঙামাটির দেশে যা লিরিক্স [ Rangamatir deshe ja lyrics ] | Bhoomi [ভূমি]
রাঙামাটির দেশে লিরিক্স বাংলা :
ও নাগর, ও নাগর
ও নাগর, এক্কেবারেমানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনে রে,
এক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনে রে,
এক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনে রে,
এক্কেবারে মানাইছেনা রে।
নদীর ধারে শিমুলের ফুল
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা।
সকালে ফুটিবে ফুল
সকালে ফুটিবে ফুল
মনে ছিল আশা রে,
এমন ছিল আশা।
তুই ভালোবেসে গেলি চলে…
ভালোবাসা গেলি চলে,
কেমন বাপের ব্যাটা রে তুই
কেমন বাপের ব্যাটা।
লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনে রে,
এক্কেবারে মানাইছেনা রে।
ভাদর মাসে ভাদু পূজা
ওরে ভাদর মাসে ভাদু পুজা, ভাদু পূজা।
ভাদর মাসে ভাদু পূজা
ভাদর গানের ঘটা রে, ভাদু গানের ঘাটে।
ঐ কালো মেয়েটার মন মজেছে,
ঐ কালো মেয়েটার মন মজেছে,
গলায় দিবো মালা রে
তার দলায় দিবো মালা।
তুই মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
মরবি তো মরে যা, ইক্কেবারে মরে যা
হিতাক তোকে মানাইছেনে রে,
ও নগর, ও নগর,
ও নগর, এক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা,
হিতাক তোকে মানাইছেনে রে,
এক্কেবারে মানাইছেনা রে।
![রাঙামাটির দেশে লিরিক্স [ Rangamatir deshe ja lyrics ] | Bhoomi [ভূমি] 3 YaifwwriN4BzRFCyqbslL4 রাঙামাটির দেশে লিরিক্স [ Rangamatir deshe ja lyrics ] | Bhoomi [ভূমি]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
Rangamatir deshe ja lyrics in english :
![রাঙামাটির দেশে লিরিক্স [ Rangamatir deshe ja lyrics ] | Bhoomi [ভূমি] 2 bhoomi band a79ccc9c 546a 4157 a685 f8bb7cbf139 resize 750 রাঙামাটির দেশে লিরিক্স [ Rangamatir deshe ja lyrics ] | Bhoomi [ভূমি]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_196/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/bhoomi-band-a79ccc9c-546a-4157-a685-f8bb7cbf139-resize-750-300x196.jpeg)
আরও দেখুন :