![সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto] 1 সজনী গো ভালোবেসে এত](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_217,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/164509100471321092-217x300.jpg)
“সজনী গো ভালোবেসে এত জ্বালা” গানটি বাংলার খুবই বিখ্যাত একটি গান । গানটি গেয়েছেন বাঙালী সংগীতশিল্পী বশির আহমেদ । এবং গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ।
সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto]
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সুবল দাস
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বশির আহমেদ
Table of Contents
সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto]
সজনী গো ভালবেসে এতো জ্বালা কেন বলোনা||
দুটি আঁখি নেশা নেশা
মনে জাগে এ কি তৃষ্ণা
বুকে তে জ্বলে কামনা |।
যত তারে কাছে ডাকি
সে তো ফিরে চায়না
এ হৃদয়ে ধরে তবু সুখেরই বায়না
পারিনা বুঝাতে পিয়াসী এ রাতে
প্রিয়া বিণা ভাল লাগেনা
ভালো লাগেনা |
যত ভাবী ভুলে যাবো
ভুলা তবু যায়না
মনে যে খায়া পেলে
মনেরই আয়না ||
বিরহ রজনী কাটেনা সজনী ||
কি যে করি তুমি বলোনা
তুমি বলোনা !
গাজী মাজহারুল আনোয়ার:
![সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto] 2 সজনী গো ভালোবেসে এত](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_248,h_263/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/105927_gaji-283x300.jpg)
গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন।
চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি।
সুবল দাস:
![সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto] 3 সজনী গো ভালোবেসে এত](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_200,h_252/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/সুবল_দাস.jpg)
সুবল দাস ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে তিনি খ্যাতি অর্জন করেন। তবে তিনি বেতার ও টেলিভিশনের সাথেও যুক্ত ছিলেন। তার সুরকৃত অসংখ্য গান বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পীরা পরিবেশন করেন।সুবল দাস ১৯২৭ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ)সঙ্গীতে পারদর্শিতা অর্জন করে তিনি সুর ও সঙ্গীত পরিচালনায় মনোনিবেশ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা রশিকলাল দাস এবং মা কামিনী দাস।
সুবল দাস ১৯৫৯ সালে চলচ্চিত্রকার ফতেহ লোহানী পরিচালিত আকাশ আর মাটি চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। তার সুরকৃত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া “তবে কি আমার নেই কোন ঠাঁই” গানটি বিপুল প্রশংসিত হয়।
সুবল দাস ২০০৫ সালের ১৬ই আগস্ট মৃত্যুবরণ করেন।
বশির আহমেদ:
![সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto] 4 সজনী গো ভালোবেসে এত](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_279,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/7.-boshir-ahmed-copy-e1645091860727-279x300.jpg)
সজনী গো ভালোবেসে এত গানের কন্ঠশিল্পী বশির আহমেদ একজন বাঙালী সংগীতশিল্পী। বাংলাদেশী এই সঙ্গীতশিল্পী পাকিস্তান আমলে আহমেদ রুশদি বলে পরিচিত ছিলেন। ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসির আহমেদ।১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করে বশির আহমেদ।তার কণ্ঠস্বর ছিল মাধূর্যে ভরা। রাগ সঙ্গীতেও দখল ছিল তার।তালাশ চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন।
![সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto] 5 YaifwwriN4BzRFCyqbslL4 সজনী গো ভালোবেসে এত [Sojoni go valobeshe eto]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
২০১৪ সালের ১৯ এপ্রিল, তিনি মারা যান।
আরও দেখুনঃ