সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli]

সাদা দিলে কাদা লাগাই গেলি
মুজিব পরদেশী

“সাদা দিলে কাদা লাগাই গেলি” গানটি গেয়েছেন বাংলাদেশ এর কন্ঠশিল্পী আশিক এবং গানটি লিখেছেন মুজিব পরদেশী । মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত ।

সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli]

গীতিকারঃ মুজিব পরদেশী 

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ আশিক  

সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli]

আমার সাদা দিলে কাঁদা লাগাই গেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি
চাতুরী করিয়া মোরে বান্ধিয়া পিরিতির ডোরে
চাতুরী করিয়া মোরে বান্ধিয়া পিরিতির ডোরে
আরে বিচ্ছেদের সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি
পিরিতি আগে বুঝি নাই, তুই পিরিতি শিখাইলি তাই
তুই নিষ্ঠুররে কেমনে কইরা ভুলি (x২)
কত না সোহাগ করিয়া, হাউসের পিরিত শিখাইয়া
কত না সোহাগ করিয়া, হাউসের পিরিত শিখাইয়া
হায়রে কোন পরানে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি
আমার সাদা দিলে কাঁদা লাগাই গেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি
কত দিনের কত কথা, হৃদয়ে মোর আছে রে গাঁথা
তুই কি নিষ্ঠুর ভুইলাছিস সকলই (x২)
আমি কানতে কানতে ঘুমাই যখন, স্বপ্নে তোরে দেখি তখন
কানতে কানতে ঘুমাই যখন, স্বপ্নে তোরে দেখি রে তখন
হায়রে পাইনা তোরে আবার চক্ষু মেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি
আমার সাদা দিলে কাঁদা লাগাই গেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি
চাতুরী করিয়া মোরে বান্ধিয়া পিরিতির ডোরে
চাতুরী করিয়া মোরে বান্ধিয়া পিরিতির ডোরে
আরে বিচ্ছেদের সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি

আশিকঃ

কলিজাতে দাগ লেগেছে
আশিক

আশিক বাংলাদেশের একজন গায়ক । তিনি মূলত বাউল গান গেয়ে থাকেন । তিনি বাউল শাহ আবদুল করিমের অনেক অড় ভক্ত । ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যমে জায়গা করে নেন আশিক। জনপ্রিয়তা দেশ থেকে তাঁকে টেনে নিয়ে গেছে বিদেশেও। বহুবার বিদেশে গেছেন গান করতে।

মুজিব পরদেশীঃ

সাদা দিলে কাদা লাগাই গেলি
মুজিব পরদেশী

সাদা দিলে কাদা লাগাই গেলি গানের গীতিকার মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুনঃ 

Leave a Comment