![সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli] 1 সাদা দিলে কাদা লাগাই গেলি](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_232,h_218/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-21.jpg)
“সাদা দিলে কাদা লাগাই গেলি” গানটি গেয়েছেন বাংলাদেশ এর কন্ঠশিল্পী আশিক এবং গানটি লিখেছেন মুজিব পরদেশী । মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত ।
সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli]
গীতিকারঃ মুজিব পরদেশী
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ আশিক
সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli]
আশিকঃ
![সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli] 2 কলিজাতে দাগ লেগেছে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_383,h_215/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/prothomalo_import_media_2020_06_24_684963f6d6760b5e381102beeb0f13ac-5ef2d722e0ee2-300x169.jpg)
আশিক বাংলাদেশের একজন গায়ক । তিনি মূলত বাউল গান গেয়ে থাকেন । তিনি বাউল শাহ আবদুল করিমের অনেক অড় ভক্ত । ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যমে জায়গা করে নেন আশিক। জনপ্রিয়তা দেশ থেকে তাঁকে টেনে নিয়ে গেছে বিদেশেও। বহুবার বিদেশে গেছেন গান করতে।
মুজিব পরদেশীঃ
![সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli] 3 সাদা দিলে কাদা লাগাই গেলি](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_197,h_263/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/maxresdefault-5-1-e1644499700460-225x300.jpg)
সাদা দিলে কাদা লাগাই গেলি গানের গীতিকার মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।
![সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli] 4 YaifwwriN4BzRFCyqbslL4 সাদা দিলে কাদা লাগাই গেলি [Sada dile kada lagai geli]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
আরও দেখুনঃ