“সোনাবন্ধুর গান শুনিয়া” গানটি গেয়েছেন সংগীতশিল্পী কিশোর পলাশ এবং গানটি লিখেছেন এ. কে. আনাম ।
সোনাবন্ধুর গান শুনিয়া [ Shona Bondhur Gaan Shuniya ]
গীতিকারঃ এ. কে. আনাম
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কিশোর পলাশ
সোনাবন্ধুর গান শুনিয়া [ Shona Bondhur Gaan Shuniya ]
সোনাবন্ধুর গান শুনিয়া
আমার দিলের সুতায় লাগলো টান
আইজ আমারে আনিয়া দেওরে
আসমানেরও চাঁন।
মন্দিরার ঐ টুন্নুর টান্নুর
ভেলার হ্স্কো টান
ঢোলকের ও আলগা ঠেকায়
উড়াইয়া নিল পরাণ।
বাউলা বন্ধের আউলা চুল আর
মুখের হাসি খান
কলিজায় বিন্ধিয়া গেল
তেসরী চোখের নয়ন বাণ।
মনে না ধরিও আনাম
না করিও বারণ
নেশায় মাতাল হইয়া আজি
হারাই যদি কুলমান ।
এ. কে. আনামঃ
গীতিকার এ কে আনাম তার পূর্ণ নাম আহমেদ খায়রুল আনাম চৌধুরী । তাঁর ডাক নাম ছিল-মুক্তা । জন্মস্থান- লাবক চা বাগান, আসাম প্রদেশ, ভারত। পৈত্রিক নিবাস- বারকোট, গোলাপগঞ্জ, সিলেট। । পারিবারিক নিবাস- শ্রীমঙ্গল, মৌলভী বাজার, সিলেট। পেশাগত ভাবে একজন- টি প্লান্টার ছিলেন। তবে তাঁর প্রধান পরিচয় একজন জনপ্রিয় গীতিকার হিসেবে। ১৯৬৮ ইংরেজীতে রেডিওতে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। পরে একজন বহুল জনপ্রিয় গীতিকার, সুরকার এবং শিল্পী হিসেবে সর্বত্র সমাদৃত হন। একজন অভিনেতা, কার্টুনিস্ট, প্রবন্ধকার, কলামিষ্ট হিসেবে ও তিনি ছিলেন সফল।