স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন [ Shadhinota Ek Golap Fotano Din ]

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন [ Shadhinota Ek Golap Fotano Din ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ রোমানা রহমান [ Romana Rahman ]

 

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

 

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
স্বাধীনতা এক সূর্য জাগানো দিন
প্রতি প্রাণে তাই বাংলাদেশের
স্বাধীনতা অমলিন।।
স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন

কাঁটার আঘাত পায়ে পায়ে ছিল কতো
তবু শঙ্কায় ছিল না হৃদয় নত
ফুটবে এ কুঁড়ি ভেবে ভেবেছিল
জোয়ারে দোলানো দিন।।
স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন

আঁধার ভূবনে ছিল বিপরীত মানা
তবুও সকালে ঠিকানা ছিলতো জানা।
জ্বলবে এ আলো জ্বেলে ভেবেছিল
চেতনা জাগানো দিন।।
স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
স্বাধীনতা এক সূর্য জাগানো দিন
প্রতি প্রাণে তাই বাংলাদেশের
স্বাধীনতা অমলিন।।
স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

মোহাম্মদ মনিরুজ্জামান :

ড. মোহাম্মদ মনিরুজ্জামান (জন্ম: ১৫ আগস্ট, ১৯৩৬- মৃত্যু: ৩ সেপ্টেম্বর, ২০০৮) একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলা একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তাঁর আরেক ভাই প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।

মনিরুজ্জামান ১৯৩৬ সালের ১৫ই আগস্ট যশোর জেলার খড়কী পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ শাহাদত আলী এবং মায়ের নাম রাহেলা খাতুন। ৮ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৫৩ সালে যশোর জেলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৫৫ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য ১৯৫৮ সালে স্নাতক এবং ১৯৫৯ সালে স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ১৯৬৯ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে, ব্রিটিশ কাউন্সিল বার্সারী বৃত্তি নিয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেন তিনি।

১৯৫৯ সালে মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম ফেলো হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন ও ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭৮-৮১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যলয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

 

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন

 

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন [ Shadhinota Ek Golap Fotano Din ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment