হলুদিয়া পাখি লিরিক্স [ Holudia Pakhi Lyrics ]
আব্দুল আলীম । Abdul Alim
আব্দুল আলীম (২৭ জুলাই ১৯৩১ – ৫ সেপ্টেম্বর ৫ ১৯৭৪) ছিলেন বাংলাদেশের লোক সঙ্গীতের একজন শিল্পী।যিনি লোক সঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল।
আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের (ভারত) মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
বাল্যকাল থেকেই আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি।
তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন; আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।
পরবর্তীকালে তিনি কলকাতায় যান এবং সেখানে আব্বাসউদ্দিন ও কাজী নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট হয়ে গান করেছেন।
তিনি লোক ও শাস্ত্রীয় সঙ্গীতের উপর দীক্ষা নিয়েছেন বেদারউদ্দিন আহমদ, ওস্তাদ মোহাম্মদ খসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম চৌধুরী প্রমুখের কাছে। লেটো দলে, যাত্রা দলে কাজ করেছেন।
হলুদিয়া পাখি লিরিক্স [ Holudia Pakhi Lyrics ] । আব্দুল আলীম । Abdul Alim
হলুদিয়া পাখি লিরিক্স
হলুদিয়া পাখি, সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে ? (x2)
পাখিটি ছাড়িলো কে রে আমার
পাখিটি ছাড়িলো কে ?
কেউ না জানিলো, কেউ না দেখিলো
কেমনে পাখি দিয়া যে ফাঁকি
উইড়া গেলো হায় চোখের পলকে
পাখিটি ছাড়িলো কে ?
হলুদিয়া পাখি, সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে ?
সোনারো পিঞ্জিরা শুন্য করিয়া
কোন বনে পাখি গেল যে উড়িয়া
পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া
ভাইঙ্গা পড়ে সেই না পাখিরো শোকে
পাখিটি ছাড়িলো কে ?
সবি যদি ভুলে যাবি রে পাখি
কেন তবে হায় দিলিরে আশা
উইড়া যদি যাবি ওরে ও পাখি
কেন বাঁইন্ধ্যা ছিলি বুকেতে বাসা
কতনা মধুর গান শুনাইয়া
গেলিরে শেষে কেন কাঁন্দাইয়া
তোমারে শরিয়া দুখের ও দরিয়া
উথলি ওঠে হায় স্বজনের চোখে
পাখিটি ছাড়িলো কে ?
হলুদিয়া পাখি, সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে ?
পাখিটি ছাড়িলো কে রে আমার
পাখিটি ছাড়িলো কে ?
Holudia Pakhi Lyrics
Holudia pakhi sonari boron
Pakhiti charilo ke
Pakhiti charilo ke re amar
Keu na janilo keu na dekhilo
Kemone pakhi diya je faki
Uira gelo haay chokher poloke
Sonar pinjia shunno koiya
Kon bone pakhi gelo je uiya
Pinjia joa khuliya khuliya
Vainga poe sei na pakhio shoke
Pakhi ti chailo ke
Kotona modhu gaan shunaiya
Geli e seshe keno kandiya
Tomare shoiya dukher o doriya
Utholi othey hay sojone chokhe
Shob jodi bhule jabi e pakhi
Keno tobe haay dilie asha
Uia jodi jabi oe o pakhi
Keno baindha chili bukete basha
হলুদিয়া পাখি লিরিক্স [ Holudia Pakhi Lyrics ] । আব্দুল আলীম । Abdul Alim
আরও দেখুনঃ
এসো আমার শহরে লিরিক্স | Esho Amar Shohore Lyrics | Meghdol | 2018
দিন দুনিয়ার মালিক খোদা লিরিক্স | Din duniyar malik khoda lyrics | পবন দাস বাউল | 1997
পৃথিবীটা নাকি ছোট হতে হতে লিরিক্স | Prithibita naki choto hotey hotey lyrics | Moheener Ghoraguli
এই পদ্মা এই মেঘনা গানের লিরিক্স | Ei Padma Ei Meghna Gaaner Lyrics | Farida Parveen