হাওয়ার গাড়ি লিরিক্স [ Hawar gari lyrics ]
Rinku
হাওয়ার গাড়ি লিরিক্স [ Hawar gari lyrics ] । রিংকু । Rinku
যেদিন পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি।
পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি।
একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি।।
এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো
রঙবেরঙ এর এই দুনিয়া হবে আধার কালো।।
দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি।
একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি।।
অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যাথা
কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা।।
আপন সেদিন হবে গো পর, একদিন তোমারি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি।
একটা হাওয়ার গাড়িরে মন একটা হাওয়ার গাড়ি।।
হাওয়ার গাড়ি লিরিক্স [ Hawar gari lyrics ] । রিংকু । Rinku
আরও দেখুনঃ
মধুর আমার মায়ের লিরিক্স [ Modhur Amar Mayer Lyrics ] । সুধীরলাল চক্রবর্তী । Sudirlal Chakraborty