হার কালা করলাম রে লিরিক্স | Har kala korlam re lyrics | পল্লীকবি জসীম উদ্দিন | Alamgir

হার কালা করলাম রে  (Har Kala Korlam Re) গানটির কথা রচনা করেছেন পল্লীকবি জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ – ১৩ মার্চ ১৯৭৬), যিনি গ্রামীণ জীবনের চিত্রকল্প, লোকসাহিত্য ও আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তাঁর সৃষ্টিতে প্রাণবন্ত করে তুলেছিলেন। সুরারোপ করেছেন কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন

 

হার কালা করলাম রে লিরিক্স

আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
ওরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসী

মন রে…
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা
যারে দিসি প্রাণ রে
দুরন্ত পরবাসী

মন রে…
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসী

মন রে…
ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসী

Leave a Comment