দরদী গো কী চেয়েছি আর – মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায়

মান্না দে–র কণ্ঠে “দরদী গো” বাংলা আধুনিক সঙ্গীতের এক গভীর আবেগময় সৃষ্টি, যার প্রতিটি পংক্তিতে মিশে আছে জীবনের বেদনা, প্রত্যাশা ও প্রাপ্তি–অপ্রাপ্তির চিরন্তন গল্প। পুলক বন্দ্যোপাধ্যায়ের কাব্যময়, অথচ সহজ–সরল কথায় ফুটে উঠেছে মানুষের সাধ, স্বপ্ন আর সেই স্বপ্ন ভাঙার তীক্ষ্ণ যন্ত্রণা; আর মান্না দে–র নিজস্ব সুরার্পণ ও সঙ্গীত পরিচালনা গানটিকে দিয়েছে অতুলনীয় মাধুর্য। জীবনে যা চেয়েও পাওয়া হয়নি, যে সুখ হাতের মুঠোয় এসে আবার হারিয়ে যায়—সেই অন্তহীন হাহাকার এখানে হৃদয়স্পর্শী ভাবে ধরা দিয়েছে। কোমল সুর, গভীর ব্যঞ্জনা এবং মান্না দে–র অনবদ্য কণ্ঠ মিলিয়ে “দরদী গো” আজও শ্রোতার অন্তরে স্পর্শ রেখে যায় এক অনির্বচনীয় সুরের প্রতিধ্বনি হয়ে।

 

দরদী গো কী চেয়েছি আর – মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায়

 

গান – দরদী গো

লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

কণ্ঠশিল্পী: মান্না দে

সুরকার: মান্না দে

 

দরদী গো–

কী চেয়েছি আর কী যে পেলাম

সাধের প্রদীপ জ্বালাতে গিয়ে

নিজেই আমি পুড়ে গেলাম ।।

 

সুখ নামে শুকপাখীটায় ধরতে গিয়ে

কিনেছি সোনার খাঁচা

যা কিছু সব বিকিয়ে ।

সোনার শিকল কেটে দিয়ে হায়

সে-পাখী আমার যায় উড়ে যায়

ভাবিনি সেই সে-আশার এই পরিণাম ।।

 

ভুল কী সে না-জেনে যাই মাশুল দিয়ে

হিসাবের শূন্য আমার

মেলেনি সব হারিয়ে ।

ললাট-লিখন লিখে বিধাতা

নাম কিনেছেন ভাগ্যদাতা

রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম ।।