এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী

এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী ছিলেন একজন বাংলাদেশী সুরকার, বেহালাবাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তিনি সঙ্গীত পরিচালক হিসেবে সাতবার এবং গীতিকার হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন। আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন। এরপর তিনি প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজ সহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবে কাজ করেন।

মোহাম্মদ রফিকউজ্জামান বাংলাদেশের একজন গীতিকবি ও লেখক। তিনি শতাধিক চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

এ জীবন তোমাকে দিলাম লিরিক্স

গীতিকারঃ মোহাম্মদ রফিকউজ্জামান

 

এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী
মোহাম্মদ রফিকউজ্জামান

 

এ জীবন তোমাকে ‘দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন’ তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
চোখ ভরে দেখেছি অন্তরে রেখেছি
আরও চাওয়া আরও পাওয়া রয়েছে বাকী
তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি
মরণ হলেও যেনো তোমারি থাকি
সুখের চেয়েও সুখ তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে’ দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
জান বলে জেনেছি প্রান বলে মেনেছি
মন বলে তুমি যে তার চেয়ে দামী
তুমি ধরা দিয়েছ কাছে টেনে নিয়েছ
নতুন জীবন যেনো পেয়েছি আমি
সুখের চেয়েও সুখ তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে’ দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী
মোহাম্মদ রফিকউজ্জামান

e jibon tomake dilam lyrics in english

 

এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী

 

 

E Jibon Tomake Dilam Bandhu
tumi sudhu bhalobasa dio
bandhu tumi sudhu bhalobasa dio
sukher ceyeo suk, tumi je amar
priyo thekeo tumi besi priyo
tumi sudhu bhalobasa dio
bandhu tumi sudhu bhalobasa dio

এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী

আরও দেখুনঃ 

Leave a Comment