Table of Contents
এই পৃথিবীর পরে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin]
![এই পৃথিবীর পরে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin] 1 এই পৃথিবীর পরে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_382,h_200/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-82-300x157.jpg)
এই পৃথিবীর পরে লিরিক্স
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?এই পৃথিবীর ‘পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়
ভাবে না তো কেউ তারে
চায় কি না চায়তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়
ভাবে না তো কেউ তারে
চায় কি না চায়
ফুলের কানে, পাখির গানে
ফুলের কানে, পাখির গানে
কত না কথা রয় অগোচরে
এই পৃথিবীর ‘পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায়ে ধূপ
গন্ধ বিলায়
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায়ে ধূপ
গন্ধ বিলায়
দীপের কথা, ধূপের ব্যথা
দীপের কথা, ধূপের ব্যথা
স্মরণ করো কোনো অবসরে
এই পৃথিবীর ‘পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?
এই পৃথিবীর ‘পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনও কারও মনে পড়ে?
কখনও কারও মনে পড়ে?
কখনও কারও মনে পড়ে?
![এই পৃথিবীর পরে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin] 2 এই পৃথিবীর পরে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_200/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/65d77c5e-sabina-yasmin-300x200.jpg)
Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin
Koto Phool Fute R Jhore
Se Kotha Ki Konodin
Kokhono Karo Mone PoreTobu-o To Fute Phool
Pakhi Gan Gaay
Vabena To Keo Tare Chay Ki Na Chay
Phool R Ghrane Pakhir Gane
Koto Na Kotha Roy OgochoreShara Nishi Jole Koto Deep Neve Jay
Nijere Poray Dhup Gondho Bilay
Deep R Kotha Dhup R Betha
Shoron Koro Kono Oboshore
Ei Prithibir..
![এই পৃথিবীর পরে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin] 3 এই পৃথিবীর পরে লিরিক্স-সাবিনা ইয়াসমিন-[Ei Prithibir Pore Lyrics-Sabina Yasmin]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_354,h_185/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-81-converted-300x157.jpg)
শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।