আগুনের পরশমণি লিরিক্স [ Aguner Poroshmoni Lyrics ]
শ্রীকান্ত আচার্য । Srikanto Acharya
শ্রীকান্ত আচার্য হলেন কলকাতায় জন্মগ্রহণকারী একজন ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তার রবীন্দ্র সঙ্গীতেও খ্যাতি রয়েছে।
রবীন্দ্রসংগীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।
রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সংগীত। এছাড়া ভারতের জাতীয় স্তোত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম্ গানটিতে রবীন্দ্রনাথই সুরারোপ করেছিলেন।
‘রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।
রবীন্দ্রনাথের কবিতায় অন্যের সুরারোপিত গানগুলিকে ‘রবীন্দ্রসংগীত’ বর্গভুক্ত করা হয় না। এই কারণে জনপ্রিয় ‘দিনের শেষে ঘুমের দেশে’ (সুরকার: পঙ্কজকুমার মল্লিক) গানটিকে রবীন্দ্রসংগীত পর্যায়ভুক্ত করা হয়নি
আগুনের পরশমণি লিরিক্স [ Aguner Poroshmoni Lyrics ] । শ্রীকান্ত আচার্য । Srikanto Acharya
আগুনের পরশমণি লিরিক্স
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো, এ জীবন
পুণ্য করো, এ জীবন পুণ্য
করো,
এ জীবন পুণ্য করো দহন-দানে।
আগুনের পরশমণি ছোঁয়াও
প্রাণে।
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের
প্রদীপ করো–
নিশিদিন আলোক-শিখা
জ্বলুক গানে।
নিশিদিন আলোক-শিখা
জ্বলুক গানে ॥
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব
নব।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব
নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে
কালো,
যেখানে পড়বে সেথায়
দেখবে আলো–
ব্যথা মোর উঠবে জ্বলে
ঊর্ধ্ব-পানে।
ব্যথা মোর উঠবে জ্বলে
ঊর্ধ্ব-পানে।
আগুনের পরশমণি ছোঁয়াও
প্রাণে।
এ জীবন পুণ্য করো, এ জীবন
পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো
দহন-দানে।
আগুনের পরশমণি ছোঁয়াও
প্রাণে।
Aguner Poroshmoni Lyrics
Aguner Parashmani Chnoyao Prane
E Jibon Punya Karo
E Jibon Punya Karo Dahon Dane
Aguner Parashmani Chnoyao Prane
Amar Ei Dehokhani Tule Dharo
Tomar Oi Debaloye Pradip Karo
Nishi Din Alok Shikha Jaluk Gane
Aguner Parash Mani Chnoyao Prane
Anadharer Gaye Gaye Parash Tabo
Sara Rat Photak Tara Nabo Nabo
Nayaner Drishti Hote Ghnuchbe Kalo
Jekhane Purbe Sethay Dekhbe Alo
Byatha Mor Uthbe Jale Urdhapane
Aguner Parashmani Chnoyao Prane
E Jibon Punya Karo
E Jibon Punya Karo Dahon Dane
Aguner Parashmani Chnoyao Prane…
আগুনের পরশমণি লিরিক্স [ Aguner Poroshmoni Lyrics ] । শ্রীকান্ত আচার্য । Srikanto Acharya
আরও দেখুনঃ
গ্রামের নওজোয়ান লিরিক্স [ Gramer Nowjuan lyrics ] – শাহ আব্দুল করিম [ Shah Abdul Karim ]