মরে যাবো রে লিরিক্স [ MORE JABO RE lyrics ]
চিরকুট । Chirkutt
Sharmin Sultana Sumi
চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। ২০০২ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়।
২০০২ সালে এই ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে এটি তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে।
এই দীর্ঘ সময় এটি নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম ‘চিরকুটনামা’। অ্যালবামটির গানগুলো হচ্ছে—’খাজনা’, ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’।
এগুলোর মধ্যে ‘খাজনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়ছে। এর কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল।
এর প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। ব্যান্ডের নাম এই ব্যান্ডের ভোকাল সুমির দেয়া। নভেম্বর, ২০১৬ তে সালে ক্যারিয়ার গড়তে পিন্টু ঘোষ এই ব্যান্ড ত্যাগ করেন।
মরে যাবো রে লিরিক্স [ MORE JABO RE lyrics ] । চিরকুট । Chirkutt । শারমিন সুলতানা সুমি । Sharmin Sultana Sumi
একটু তোমায় নিলাম আমি
এক চিমটি মেঘে থামি
জলের ছিটেই নিলাম পাগলামি
একটু তুমি বুকের ভেতর
বেপরোয়া শ্রাবণ ভাদর
ভাসাও ডোবাও তোমারি আমি
মরে যাব রে, মরে যাব
কি অসহায় আমি একবার ভাব
তোমাকে ছেড়ে যাব কোথায় ?
তোমাকে ছেড়ে কি বাঁচা যায় ?
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
এ বড় সুন্দর জ্বালায় আমায়
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
এ বড় নির্মম পোড়ায় আমায়
একটু রাত ডুবে আসে
একটু আলো নিভে আসে
তুমি দূরে একা লাগে
মধুর ওই চাঁদটাকে
এ্যালুমিনিয়াম লাগে
হাঁটি আমি চাঁদও হাটে
মরে যাব রে, মরে যাব
কি অসহায় আমি একবার ভাব
ভালো লাগে না, লাগে না রে
বাঁচাবে আজ বলো কে আমারে
বুঝিনা জানিনা ,মেনেও মানিনা
সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে
এপারে ওপারে খুঁজি যে তাহারে
সে ছাড়া নেই আমি, চাই তাহারে
একটু তোমায় নিলাম আমি
এক চিমটি মেঘে থামি
জলের ছিটেই নিলাম পাগলামি
একটু তুমি বুকের ভেতর
বেপরোয়া শ্রাবণ ভাদর
ভাসাও ডোবাও তোমারি আমি
মরে যাব রে, মরে যাব
কি অসহায় আমি একবার ভাব
মরে যাবো রে লিরিক্স [ MORE JABO RE lyrics ] । চিরকুট । Chirkutt । শারমিন সুলতানা সুমি । Sharmin Sultana Sumi
আরও দেখুনঃ