কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ]
হাবিব ওয়াহিদ । Habib Wahid
কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid
হাবিব ওয়াহিদ (যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত) (জন্ম: ১৫ অক্টোবর ১৯৭৯) একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত।
হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ছিলেন। ১৯৭০ ও ১৯৮০’র দশকে ফেরদৌস ওয়াহিদ বাংলা পপ সঙ্গীতকে সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন।
হাবিব তাই ছোটবেলাতেই তার পিতার কী-বোর্ড থেকে সুর করতে শিখেন। পরে তিনি স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিং, (লন্ডনে) শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন। এসময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিতিনের সাথে কাজ করার সুযোগ পান।
কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid
কেনো পিরিতি লিরিক্স
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিবো তোর মন,
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালনী নদী
পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালনী নদী
মরম-জ্বালা সইতে না’রি,
দিবা-নিশি কান্দি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কারে কি বলিবো আমি
নিজেই অপরাধী
কারে কি বলিবো আমি
নিজেই অপরাধী
কেঁদে-কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
বাউল আব্দুল করিম বলে
হলো এ-কী ব্যাধি?
বাউল আব্দুল করিম বলে
হলো এ-কী ব্যাধি?
তুমি বিনে এই ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেমনে রাখিবো তোর মন,
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid
আরও দেখুনঃ
কাচা বাদাম লিরিক্স [ Kacha Badam lyrics ] । ভুবন বাদ্যকর । Bhuban Badyakar