মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ] । স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya

মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ]

স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya

 

মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ] । স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya

 

 

স্বানন্দ কিরকিরে (জন্ম ১৯৭২) হলেন একজন ভারতীয় গীতিকার, নেপথ্য সঙ্গীতশিল্পী, চিত্রনাট্যকার, অভিনেতা ও সহকারী পরিচালক। তিনি মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন।

কিরকিরে লাগে রাহো মুন্না ভাই (২০০৬) চলচ্চিত্রের “বন্দে মে থা দম” এবং থ্রি ইডিয়টস (২০০৯) চলচ্চিত্রের “বেহতি হাওয়া সা থা ও” গানের জন্য দুইবার শ্রেষ্ঠ গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং মারাঠি ভাষার চুম্বক (২০১৭) চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি পরিণীতা (২০০৫) চলচ্চিত্রের “পিয়ু বলে” গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

 

মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ] । স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya

 

মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ] । স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya

মনটা রে লিরিক্স

হুম হুম..
কাগজ কে দো পাংখ লেকে উদা চালা যায় রে
জাহান নাহি জানা থা ইয়ে ওয়াহিন চালা হ্যায় রে
উমর কা ইয়ে তানা-বানা সমাজ না পায়ে রে
জুবান পে জো মোহ-মায়া, নামক লাগায়ে রে
কে দেখে না, ভালে না, জানে না দায়ে রে
দিশা হারা কেমন বোকা মনটা রে! (x2)
দিশা হারা কেমন বোকা মনটা রে মানে:
কত বোকা এই দিশাহীন হৃদয়।
ধিনতা ধিনতানা…
মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ] । স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya
ফতেহ কারে কিলে সারা, ভেদ যায়ে দেওয়ারেইন
প্রেম কোন পাঠা লাগে.. (সেন্ড লাগে রে লাগে)
আগর মাগর বাড়ি বাড়ি জিয়া কো ইউন উছলে
জিয়া নাহি গেন্ড লাগে.. (জেন্ড লাগে রে লাগে)
মাটি কো ইয়ে চন্দন সা মাঠে পে সাজায়ে রে
জুবান পে জো মোহ মায়া নামক লাগায়ে রে
কে দেখে না ভালে না জানে না দায়ে
দিশা হারা কেমন বোকা মনটা রে

Monta Re Lyrics

Hmm Hmmm..
Kaagaz ke do pankh leke uda chala jaaye re
Jahan nahi jaana tha ye wahin chala haye re
Umar ka yeh taana-baana samajh na paaye re
Zubaan pe jo moh-maaya, namak lagaye re
Ke dekhe na, bhaale na, jaane na daaye re
Disha haara kemon boka monta re! (x2)
Disha haara kemon boka monta re Meaning:
How foolish this directionless heart is.
Dhintana dhintana…
মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ] । স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya
Fateh kare qile saare, bhed jaaye deewarein
Prem koi sendh laage.. (sendh lage re lage)
Agar magar bari bari jiya ko yun uchhale
Jiya nahin gend laage.. (gend lage re lage)
Maati ko ye chandan sa maathe pe sajaye re
Zubaan pe jo moh maaya namak lagaye re
Ke dekhe na bhale na jaane na daaye
Disha haara kemon boka monta re

 

অমিতাভ ভট্টাচার্য একজন ভারতীয় গীতিকার ও নেপথ্য কন্ঠশিল্পী। তিনি উত্তর প্রদেশে জন্মগ্রহণ করলেও তার পরিবার কিন্তু বাঙালি জাতিসত্তার অধিকারী। অমিতাভ হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।
তিনি দেব.ডি নামক চলচ্চিত্রে কাজ করে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রটির “ইমোশনাল অত্যাচার” নামক গানটি মুক্তি লাভ করার সাথে সাথে দর্শকপ্রিয়তা লাভ করেন।
তখন থেকেই তিনি বলিউডের বিভিন্ন ধরনের চলচ্চিত্রের জন্য গান লিখে যাচ্ছেন এবং নিজে কিছু গান গেয়েছেনও।
আরও দেখুনঃ

 

Leave a Comment