স্বপ্নে তার সাথে হয় দেখা লিরিক্স | Shopne tar sathe hoy dekha lyrics | Habib Wahid| 2006

স্বপ্নে তার সাথে হয় দেখা লিরিক্স | Shopne tar sathe hoy dekha lyrics | Habib Wahid| 2006

 

স্বপ্নে তার সাথে হয় দেখা লিরিক্স | Shopne tar sathe hoy dekha lyrics | Habib Wahid| 2006
হাবিব ওয়াহিদ

 

হাবিব ওয়াহিদ একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত।

স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি।

তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন।

হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সাথে অনেক জনপ্রিয় গান গেয়েছেন। জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি কে সাথে নিয়েই উপহার দিয়েছেন বেশির ভাগ গান। হাবিব ওয়াহিদ সদ্য সুপারস্টার দেব অভিনীত ভারতীয় বাংলা সিনেমা বিন্দাস চলচ্চিত্রে তোমাকে ছেড়ে আমি শিরোনামে গান গেয়েছেন। তার সহশিল্পী ছিলেন তুলসী কুমার।

 

Album Name: Shono
Singer: Habib Wahid

Lyrics: Susmita Biswas Sati

 

স্বপ্নে তার সাথে হয় দেখা লিরিক্স | Shopne tar sathe hoy dekha lyrics | Habib Wahid| 2006

 

স্বপ্নে তার সাথে হয় দেখা লিরিক্স | Shopne tar sathe hoy dekha lyrics | Habib Wahid| 2006
Habib Wahid

 

স্বপ্নে তার সাথে হয় দেখা লিরিক্স বাংলা :

স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি, তা একা একা।
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়

দু’চোখ রাখা দূর বহুদূর।
তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙে।

দেখি ব্যস্ততার শহর।

অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কত কিছু বলে ফেলা
তাকে ভালবেসে ফেলা।
এ ভালবাসাতেই রোদ্দুর।
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়

সোনালী রোদে ভরা
মেঘের আকাশ চাই না

তার স্বপ্নে আছে তারা।
বেসেছি ভাল তাকে
স্বপ্ন দেখার ফাঁকে
স্বপ্নের রং মেখে
মনেতে তার ছবি এঁকে।
সে স্বপ্নের চেয়েও মধুর।
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি, তা একা একা।
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর
তাকে পাবার আশায়
দু’চোখ রাখা দূর বহুদূর।

 

 

কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid

 

Shopne tar sathe hoy dekha lyrics in english :

Shopne tar sathe hoy dekha
Boshe boshe bhabi ta eka eka
She shopne ashe tobhu
Shopner cheyo modhu
Take pabar ashay

du chokh rakha dur bohu dur
Tar shopno dekhe raat chole jay
Tar por ashe bhur tar por amar ghum bhange

Dekhi bestotar shohor

Obhinoy chute chola eka eka kotha bola
Koto kichu bole fela
Take bhalo beshe fela
Ei bhalo basha tei roddur
Tar shopno adhare gherano

Shonali rode bhora
megher akash chaina

Tar shone ache tara beshechi bhalo
Take shopno dekhar fake
Shopner rong mekhe mone-te tar chobi eke
Shey shopner cheyo modhur
Shopne tar shate hoy dekha
Boshe boshe bhabi ta eka eka
She shopne ashe tobhu
Shopner cheyo modhu
Take pabar ashay
Du chokh rakha dur bohu dur

 

কেনো পিরিতি লিরিক্স [ Keno Piriti Lyrics ] । হাবিব ওয়াহিদ । Habib Wahid

 

Leave a Comment