পর মানুষে দুঃখ দিলে [Por manushe dukkho dile]

পর মানুষে দুঃখ দিলে
মশিউর রহমান রিংকু

পর মানুষে দুঃখ দিলে গানটি লিখেছেন বাংলাদেশ এর গীতিকার এবং সংগীতশিল্পী আক্কাস দেওয়ান । গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী মশিউর রহমান রিংকু।

পর মানুষে দুঃখ দিলে [Por manushe dukkho dile]

গীতিকারঃ আক্কাস দেওয়ান

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মশিউর রহমান রিংকু

পর মানুষে দুঃখ দিলে [Por manushe dukkho dile]

পর মানুষে দুঃখ দিলে….দুঃখ মনে হয় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না!

সবার একজন মনের মানুষ….প্রাণের মানুষ থাকে,
মন প্রাণ উজাড় করিয়া….ভালবাসে তাকে।


ভালবাসে যে যাহাকে…..কষ্ট যেন দেয় না,

YaifwwriN4BzRFCyqbslL4 পর মানুষে দুঃখ দিলে [Por manushe dukkho dile]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন


আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না, 

পাথরের আঘাতে কেহ…..খুশিতে হাসে,
ফুলের আঘাত পেয়ে কেহ….কেঁদে ধুলায় মিশে !

পাথরের আঘাত সয় বুকে….ফুলের আঘাত সয় না;
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না !

ভালবাসলে স্বার্থ ভুলে….ভালবাসিও,
ভাল যারে বাসিয়াছ….ভালবেসেই যাইও

আক্কাস দেওয়ান…..মরলে কইও
বন্ধু যেন ছোঁয় না !
আপন মানুষ কষ্ট দিলে……মেনে নেয়া যায় না !ঐ

মশিউর রহমান রিংকুঃ

পর মানুষে দুঃখ দিলে
মশিউর রহমান রিংকু
রিংকুর সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক পথচলা ২০০৫ থেকে। প্রথমবারের মতো আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সেরা দশে ছিলেন তখন। এরপর থেকে নানাজন নানা দিকে গেলেও রিংকু লেগে আছেন লালন, লোকগান নিয়ে।এ পর্যন্ত অ্যালবাম করেছেন সাতটি। সর্বশেষ জগৎবন্ধুতে গেয়েছেন বেশ কয়েকটি অপরিচিত গান। ভবা পাগলা, জালালুদ্দীন খাঁ, উকিল মুন্সীর গান জোগাড় করতে ছুটে বেড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে। এখন কাজ চলছে দূরবিন শাহর রচনাসমগ্র নিয়ে। রিংকুর ইচ্ছা, দূরবিন শাহর গান ভাওয়াইয়া শিল্পী অথবা লালনশিল্পী দিয়ে গাওয়ানোর।

পর মানুষে দুঃখ দিলে গাওয়া রিংকুর প্রথম একক অ্যালবাম ‘জগৎ বন্ধু’। রিংকুর প্রথম রবীন্দ্রসংগীত অ্যালবাম এর নাম ‘বাউল বেশে রবিঠাকুর’। এটি তাঁর অষ্টম একক অ্যালবাম।

ব্যান্ডদল গড়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। তাঁর ব্যান্ডদলটির নাম ‘আদি’। লোকসংগীতকে মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য ব্যান্ডটি গড়েছেন রিংকু।

 

 

 

 

আরও দেখুনঃ 

Leave a Comment