![আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ] 1 আমার ডুবু ডুবু তরী](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_220,h_289/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/আব্দুল_লতিফ.jpg)
“আমার ডুবু ডুবু তরী” গানটি একটি বাংলার বাউল গান । যা লিখেছেন একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আব্দুল লতিফ।
আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ]
গীতিকারঃ আব্দুল লতিফ
আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ]
আব্দুল লতিফঃ
![আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ] 2 photomania 78b313786e7f47e078c0c90aa65e23a0 আমার ডুবু ডুবু তরী [ Amar Dubu Dubu Tori ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_263,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/photomania-78b313786e7f47e078c0c90aa65e23a0-263x300.jpg)
আমার ডুবু ডুবু তরী গানের গীতিকার আব্দুল লতিফ একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আবদুল গাফফার চৌধুরীর কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো এর প্রথম সুরকার। পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন । তিনি ১৬ বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন। ১৯৪৮ সালের জুলাই মাসে তিনি ঢাকায় আসেন এবং পরের মাসে রেডিও পাকিস্তানের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গাইতেন এবং ভাষা আন্দোলনে অণুপ্রেরণা যোগাতেন। তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরে চাকরি করেছেন।
এই খ্যাতনামা বাংলাদেশী গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ২০০৫ সালে মৃত্যূবরণ করেন ।
আরও দেখুনঃ