রাগ আভোগী কানাড়া বা রাগ আভোগী

রাগ আভোগী কানাড়া [ Raga Abhogi Kanada ] বা রাগ ‘আভোগী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। অধিকাংশের মতে আভোগী এবং আভোগী কানাড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু কেউ কেউ এ কথাও বলেন যে, আভোগীতে প্রয়োজনে ম জ্ঞ র স ব্যবহার করা যায়, কিন্তু এই স্বরগুলো আবশ্যই ব্যবহার করতে হয়। কানাড়া অঙ্গের বলে এই রাগে গান্ধারের আন্দোলন করা হয়। এই রাগটির প্রকৃতি অনেকটা দক্ষিণ ভারতীয় ঢংয়ের। বিলম্বিত পর্যায়ে এই রাগ ভালোভাবে বিকশিত হয়। মধ্য ও মন্দ্র সপ্তকে এই রাগের বিচরণ সর্বাধিক। রাগটি গম্ভীর প্রকৃতির।

রাগ আভোগী কানাড়া বা রাগ ‘আভোগী

রাগ আভোগী কানাড়া বা রাগ আভোগী

আরোহণ: সর জ্ঞ, ম ধ র্স
অবরোহণ : র্স ধ ম জ্ঞ, ম জ্ঞ র স
ঠাট : কাফি
জাতি : ঔড়ব-ঔড়ব (পঞ্চম ও নিষাদ বর্জিত)।
বাদীস্বর : ম

 

Google News Channel Logo

সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : ম ধ র্স, ধ ম জ্ঞ ম র স।

 

Music GOLNLogo 350X70 02 রাগ আভোগী কানাড়া বা রাগ আভোগী

 

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

আরও পড়ুন:

Leave a Comment