রাগ আশাবরী টোড়ি বা আশাবরী তোড়ি

রাগ আশাবরী টোড়ি উত্তর ভারতীয় ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত ভৈরবী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগটি বর্তমানে ততটা প্রচলিত নেই। এটি ক্ষুদ্র প্রকৃতির রাগ।

রাগ আশাবরী টোড়ি বা আশাবরী তোড়ি

 

রাগ আশাবরী টোড়ি বা আশাবরী তোড়ি রাগের কারিগরি বৈশিষ্ট:

আরোহণ: স ঋ ম প দ র্স
অবরোহণ : র্স ণ দ প ম জ্ঞ, রজ্ঞ রস
ঠাট : ভৈরবী
জাতি : ঔড়ব-সম্পূর্ণ
বাদীস্বর : ধৈবত
সমবাদী স্বর : গান্ধার

 

Google News Channel Logo

অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর (সকাল)
পকড় : রমপ, দপ, দম, রজ্ঞ রস

সূত্র :
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

 

রাগ গুণকলি

আরও দেখুন:

Leave a Comment