রাগ নন্দ বা রাগ আনন্দ কল্যাণ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর প্রকৃতি চঞ্চল। এই রাগে দুই মধ্যম ব্যবহৃত হয়। এই রাগে অন্যান্য কিছু রাগের ছায়া লক্ষ্য করা যায়। যেমন- গমধ (হাম্বীর), গমপ (কামোদ), ধ, হ্মপ, পর, স (গৌড়সারং)।
রাগ নন্দ বা রাগ আনন্দ কল্যাণ
আরোহণ: স, গম, প, ধনপ, র্স
অবরোহণ: র্স, নধপ, ধহ্মপ, গমধপ, রস
ঠাট : কল্যাণ
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: স
সমবাদী স্বর: প
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময়: রাত দ্বিতীয় প্রহর।
পকড় : স গমধপ, গর রস।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
আরও দেখুন: