রাগ পটমঞ্জরী

রাগ পটমঞ্জরী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এই রাগটি বিলাবল ও কাফি ঠাটে পাওয়া যায়। এর ভিতরে বিলাবল ঠাটের পটমঞ্জরী সকাল বেলার রাগ। এই মতে সকল স্বর শুদ্ধ হয়ে থাকে। পক্ষান্তরে কাফি ঠাটের পটমঞ্জরী বিকালে গাওয়া হয়। কাফি ঠাটের এই রাগটিতে গান্ধার বর্জিত। এই কারণে সম্ভবত ভাতখণ্ডেজির মতে রাগটিতে সারং-এর ছায়া আছে। মূলত এই রাগে রমপ প্রয়োগের কারণে সারং মনে হয়। আবার রজ্ঞর, ণস প্রয়োগে দেশী রাগের ছায়া পাওয়া যায়। বা সধ্‌প্‌স হেম বা জৈতকল্যাণ মনে হয়। এই রাগে আরোহণে ধৈবত ও কোমল গান্ধার কম ব্যবহৃত হয়।

রাগ পটমঞ্জরী

বানান বিশ্লেষণ: প্+অ+ট্+অ+ম্+ঞ্+জ্+অ+র্+ঈ
উচ্চারণ: প.টো.মন্.জো.রি ( pɔ.ʈo.mɔn.ɟo.ri )।
শব্দ-উৎস: সংস্কৃত পটমঞ্জরী>বাংলা পটমঞ্জরী
পদ: বিশেষ্য

 

রাগ পটমঞ্জরী

ঊর্ধ্বক্রমবাচকতা
{| সুরশৈলী | সুর বিন্যাস | সুর | স্বরবিন্যাস | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
{বিলাবল বা কাফি। রাগ | ঠাট| সুরশৈলী | সুর বিন্যাস | সুর | স্বরবিন্যাস | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: উত্তর ভারতীয় রাগ বিশেষ।
শব্দ বিবর্তন:
সর্বপ্রাচীন নমুনা পাওয়া যায়- খ্রিষ্টীয় ৬৫০-১২০০ অব্দের ভিতরে রচিত চর্যাগীতি। চর্যাগীতির ৫০টি পদের ভিতরে এই রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১২টি। এই পদগুলো হলো – ১, ৬, ৭, ৯, ১১, ১৭, ২০, ২৯, ৩১, ৩৩, ৩৬ ও ৪৮।
[দ্রষ্টব্য: চর্যাগীতি]

আরোহণ সরস, ণ্‌ধ্‌প, ণ্‌স, রমপ, ণধপ, ণর্স
অবরোহণ: র্স নধপ, মপ, ধজ্ঞ, রজ্ঞমগর, স
ঠাট কাফি
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্‌জ
অঙ্গ: উত্তরাঙ্গ।
সময়: দিবা তৃতীয় প্রহর।
পকড় : স, ধ্‌প্‌স, মপ, রমপ, ধজ্ঞ, মজ্ঞর, স।

 

রাগ পটমঞ্জরী

 

তথ্যসূত্র:
চর্যাগীতিকোষ। নীলরতন সেন সম্পাদিত। সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১।
চর্যাগীতি পদাবলী, সুকুমার সেন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৯৯৫
চর্যাগীতি পরিক্রমা। দে’জ সংস্করণ। জানুয়ারি ২০০৫।
চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই ২০০৯।

 

Google News Channel Logo

চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।
রাগ-রূপায়ণ, প্রথম খণ্ড। সুরেশ চক্রবর্তী। জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাংব্লিশার্স প্রাইভেট লিমিটেড।
হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩।

 

আরও দেখুন:

Leave a Comment