তুমি শুধু তুমি লিরিক্স আপনাদের জন্য আপলোড করা হল। এই গানটির কথা লিখেছিলেন কাজী ফারুক বাবুল। শিল্পী ইমতিয়াজ বাবুর “তুমি আমার ভালোবাসা” নামের এ্যালবামে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। আহমেদ ইমতিয়াজ বাবু বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব যিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন।
তুমি শুধু তুমি লিরিক্স
Tumi shudu tumi lyrics
তুমি শুধু তুমি লিরিক্স
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কী করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
দিবসের সূর্য তুমি
তোমাকে নিয়ে তাই স্বপ্ন বুনি
তুমি দিলে যে উপহার
কিছুতে তুলনা হয় না তোমার
কত রঙ্গে রাঙানো ওই দুটি আঁখি
কী করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
কবিতার ছন্দ তুমি
শব্দের মালা গেঁথে ভাষাতে ভুনি
মিলনের সুখ যে তুমি
সে সুখে ধরে রেখো চিরদিনই
শত বাঁধায় আমি যেন তোমারই থাকি
কী করে বোঝাই বলো কি নামে ডাকি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি শুধু তুমি নও আরো যে কত কী
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কী করে বোঝাই বলো কি নামে ডাকি

গানটির ভিডিও:
আরও দেখুন :