শুকনো পাতার নূপুর পায়ে 2 লিরিক্স : কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
Table of Contents
শুকনো পাতার নূপুর পায়ে 2 লিরিক্স | Shukni patar nupur paye lyrics | Kazi Nazrul Islam
Singer : Anuradha Paudwal
Lyricist : Kazi Nazrul Islam
শুকনো পাতার নূপুর পায়ে লিরিক্স :
শুকনো পাতার নূপুর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়। (x2)
দীঘিরও বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল চাঁপার কলি (x2)
চঞ্চল ঝর্ণার জল ছল ছলি
মাঠের পথে সে ধায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নূপুর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া (x2)
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি–ধূসর কায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নুপূর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
ইরানি বালিকা যেন মরু–চারিণী
পল্লীরও–প্রান্তর বনমনোহারিণী (x2)
ছুটে আসে সহসা গৈরিক বরণী
বালুকার উড়্নি গায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
শুকনো পাতার নুপুর পায়ে,
নাচিছে ঘুর্ণি বায়..
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়..
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।
shukni patar nupur paye lyrics in english
Sukno patar nopur paye nachiche ghurni baay
Jol toronge jhilmil jhilmil dheu tule se jaay
Dighiro buke shotodol doli
jhoraye bokulo chapar koli
Choncholo jhornar jolo cholo choli
Mather pothe se dhaay
Bono ful avoron khuliya feliya
Aluthalu elokesh gogone meliya
Pagolini neche jaay heliya duliya
Dhuli dhushor kaay..
Irani balika jeno moru charini
Polliro prantor jeno bonomonohorini

কাজী নজরুল ইসলাম
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় ১৯৭২ খ্রিষ্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।

বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে “জাতীয় কবি“ হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে।
আরও দেখুনঃ