বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ সানজিদা লাভলী [ Sanjida Lovely ]
![বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ] 2 Music Gurukul Logo 512x512](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/08/cropped-cropped-512x512-84.png)
বাপুই চেংড়া রে
ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা,
ও মোক জলপই পাড়িয়া দে
তুইও দুইডা নেরে বাপু মোক দুইডা দে
আরও দুইটা দেরে বাপুই আচারের বাদে
ওরে আরও দুইটা দেরে বাপুই ছাওয়ালের বাদে
ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
তুই রে বাপুই চেংড়া মানুষ
কিছুই বুঝিস না,
হায়রে কিছুই বুঝিস না
ও তুই কিছুই বুঝিস না
তুই রে বাপুই চেংড়া মানুষ
কিছুই বুঝিস না।
ওরে মুইও যে অবলা নারী
ও মোর মনটা মানে না।
![বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ] 3 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
ও বাপুই চেংড়া রে
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
তুই যে বাপু চেংড়া বন্ধু চিকন কালা
হায়রে চিকন কালা
ও তুই চিকন কালা।
তুই যে বাপু চেংড়া বন্ধু চিকন কালা
ওরে মুইও যে অবলা নারী
আলাভোলা হা।
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পারিয়ে দে।
ও বাপুই চেংড়া রে
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
তুই রে বাপুই বাজাছ বাঁশি
কদমতলা,ঐ না কদমতলা
হায়রে কদমতলা।
তুই রে বাপুই বাজাছ বাঁশি কদমতলা।
ওরে মুই নারীটা আসুম জলে
ঐ না সাঁঝের বেলা।
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
তুইও দুইডা নেরে বাপু মোক দুইডা দে
আরও দুইটা দেরে বাপুই আচারের বাদে
ওরে আরও দুইটা দেরে বাপুই ছাওয়ালের বাদে
ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে
বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ] নিয়ে কভার ঃ
![বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ] 1 বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/Bapui-Chengra-Re.webp)