তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম
তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম
তুমি বিনে আকুল পরান লিরিক্স :
তুমি বিনে আকুল পরান
সোনা বন্ধু ভুইলনা আমারে রে”(২)
আমি এই মিনতি করি রে
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।।
তোমারে সপিয়া দিলাম
সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণ পরে রে………..
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।।
আমারে ছাড়িয়া যদি যাও
![তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম 2 তুমি বিনে আকুল পরান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_254/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/184879_Kazi-Suvo-300x254.jpg)
তুমি যদি আমায় কান্দাও
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।।
তোমার প্রেমও সাগরে
প্রেম সাগরে তোমার
করিম যেন ডুবে মরে রে……
সোনা বন্ধু ভুইলনা আমারে রে……………..।
কাজী শুভঃ
শাহ আব্দুল করিমঃ
![তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম 4 2009 09 13 cul1 তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/2009-09-13__cul1-300x225.jpg)
স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল ।
বাউলসাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে ।
![তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম 5 YaifwwriN4BzRFCyqbslL4 তুমি বিনে আকুল পরান [ Tumi bine akul poran ] | শাহ আবদুল করিম](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে। এছাড়াও সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ (অন্বেষা প্রকাশন) তার মৃত্যুর পর প্রকাশিত হয়।
২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন।
আরও দেখুনঃ
- তোমার লেখা গান আমি গাইবো [ Tomar lekha gaan ami gaibo ]
- জীবনানন্দ হয়ে সংসারে [ Jibonanondo hoye songsare ]
- মাগো ভাবনা কেন লিরিক্স | Mago Vabna Keno Lyrics | হেমন্ত মুখোপাধ্যায় | গৌরীপ্রসন্ন মজুমদার
- বাজারে যাচাই করে লিরিক্স | Bajare jachai Kore Lyrics | তোমাকে চাই | কনক চাপা
- অনেক তারার ভিড়ে লিরিক্স | Onek tarar vhire lyrics | Atif Ahmed Niloy
- জয়ধ্বনি কর লিরিক্স | Joyoddhoni kor lyrics | কাজী নজরুল ইসলাম