এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স – সৈয়দ আব্দুল হাদী – [ Ei prithibir panthoshalai lyrics – Syed Abdul Hadi ]

এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স

 

সৈয়দ আব্দুল হাদী (জন্ম ১ জুলাই ১৯৪০) বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

 

এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স-সৈয়দ আব্দুল হাদী-[ei prithibir panthoshalai lyrics-Syed Abdul Hadi]
সৈয়দ আব্দুল হাদী-Syed Abdul Hadi

 

এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স-সৈয়দ আব্দুল হাদী-[ei prithibir panthoshalai lyrics-Syed Abdul Hadi]
সৈয়দ আব্দুল হাদী-Syed Abdul Hadi

এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স – সৈয়দ আব্দুল হাদী – [ Ei prithibir panthoshalai lyrics – Syed Abdul Hadi ]

 

এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স

এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।
এই যোগ বিয়োগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে,
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেনো বাজে আমার প্রান।
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান।
এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স-সৈয়দ আব্দুল হাদী-[ei prithibir panthoshalai lyrics-Syed Abdul Hadi]
সৈয়দ আব্দুল হাদী-Syed Abdul Hadi

ei prithibir panthoshalai lyrics

Ei pritibir pantosalay
Gaite gele gan
Kanna Hoye baje,
Keno baaje amar pran
Ei pritibir pantosalay
Gaite gele gan
Kanna Hoye baje,
Keno baaje amar pran
Ei pritibir pantosalay
Kew chole jay kewba ase
Dudiner ei porobase
Kew chole jay kewba ase
Dudiner ei porobase
Kew boje na karo hasi oviman.
Ei pritibir pantosalay
Ei jog biyoger rongo melay
Elam keno tobe,
Bajle bashi abar jodi firei jete hobe.
Kichui dite parbo na je
Amar sokol ganer maje
Kichui dite parbo na je
Amar sokol ganer maje
Ashru bujhi tai jore ofuran.
Ei pritibir pantosalay
Gaite gele gan
Kanna hoye baje,
Keno baaje amar pran
Ei pritibir pantosalay
এই পৃথিবীর পান্থশালায় লিরিক্স-সৈয়দ আব্দুল হাদী-[ei prithibir panthoshalai lyrics-Syed Abdul Hadi]
সৈয়দ আব্দুল হাদী-Syed Abdul Hadi

প্রারম্ভিক জীবন

সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়। তার পিতার নাম সৈয়দ আবদুল হাই। তার বাবা ছিলেন ইপিসিএস (ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস) অফিসার। তার পিতা গান গাইতেন আর কলেরগানে গান শুনতে পছন্দ করতেন। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোরে তিনি সঙ্গীত অনুরাগী হয়ে উঠেন। ছোটবেলা থেকে গাইতে গাইতে গান শিখেছেন।

১৯৫৮ সালে সৈয়দ আবদুল হাদী ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment