![কলিজার ভিতর গাঁথি রাইখুম [ kolizar vitor gaitha raikhum ] 1 কলিজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_234,h_234/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Shefali_Ghosh-300x300.jpg)
“কলিজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে ” গানটি বাংলাদেশএর চট্টগ্রাম জেলার একটি খুবই জনপ্রিয় গান। গানটি অনেকে অনেকরকম ভাবে গাইলেও প্রথম রেকর্ডের কন্ঠশিল্পী ছিলেন চাটগাইয়া গানের জনপ্রিয় সংগীতশিল্পী শেফালী ঘোষ ।
কলিজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে [ kolizar vitor gaitha raikhum ]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ শেফালী ঘোষ
কলিজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে [ kolizar vitor gaitha raikhum ]
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন’নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
![কলিজার ভিতর গাঁথি রাইখুম [ kolizar vitor gaitha raikhum ] 2 কলিজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_201,h_222/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/maxresdefault-15-1-e1646033506441-272x300.jpg)
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ’ত ফরাণ
আর কোনদিন ন’জায়যুম আঁই-
আর কোনদিন ন’জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া, ও ন’নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে, ও ন’নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন’নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
শেফালী ঘোষঃ
![কলিজার ভিতর গাঁথি রাইখুম [ kolizar vitor gaitha raikhum ] 3 কলিজার ভিতর গাঁথি রাইখুম তোঁয়ারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_215,h_215/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Shefali_Ghosh-300x300.jpg)
কলিজার ভিতর গাঁথি রাইখুম গানের কন্ঠশিল্পী শেফালী ঘোষ ছিলেন একজন বাংলাদেশী আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী। তিনি বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন যা উপমহাদেশের সংগীতকে সমৃদ্ধ করেছে।প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে তিনি প্রায় সহস্রাধিক গান গেয়েছেন। তার গাওয়া গান নিয়ে দুই শতাধিকের বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রের গানেও প্লেব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন। শেফালী ঘোষ ১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব কেটেছে। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পিতার নাম কৃষ্ণ গোপাল ঘোষ এবং মাতার নাম আশালতা ঘোষ।
পরিবারের অনুপ্রেরণায় বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তার গান গাওয়ার এবং শেখার সূত্রপাত ঘটে। তার গানের প্রথম ওস্তাদ ছিলেন তেজেন সেন। পরবর্তীতে অধ্যক্ষ ওস্তাদ শিবশঙ্কর মিত্র, জগদানন্দ বড়ুয়া, নীরদ বড়ুয়া, মিহির নদী, গোপালকৃষ্ণ চৌধুরীসহ বিভিন্ন সংগীতজ্ঞের কাছে তিনি শিক্ষাগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের লোকসঙ্গীত- অর্থাৎ আঞ্চলিক গান, পল্লিগীতি, মাইজভান্ডারী গান, পীর মুর্শিদের শানে রচিত গান গাওয়ার দিকে আগ্রহী হয়ে উঠেন।
২০০৬ সালের ৩১ ডিসেম্বর শেফালী ঘোষ মারা যান।
আরও দেখুনঃ