তুমি আমার এমনই একজন লিরিক্স [ Tumi Amar Emoni Ekjon Lyrics ] – অনন্দ অশ্রু বাংলা সিনেমার গান “তুমি আমার এমনই একজন” গেয়েছেন কনক চাঁপা [ Kanok Chapa ]।
![তুমি আমার এমনই একজন লিরিক্স [ Tumi Amar Emoni Ekjon Lyrics ] - কনক চাঁপা [ Kanok Chapa ] 1 তুমি আমার এমনই একজন লিরিক্স | কনক চাঁপা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_211/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/kanak-chapa-20190911133655-e1645085768181-300x211.jpg)
তুমি আমার এমনই একজন লিরিক্স
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন,
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষন।
তুমি আমার এমনই ‘একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন।
ভালবাসার সাগর তুমি..
ভালবাসার সাগর তুমি বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি..
তবু পিপাসাতে আঁখি হয়রে ছল ছল
হয়রে ছল ছল,
তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ,
বিরহে মরণ।
তুমি আমার এমনই’ একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন।
প্রাণের প্রদীপ হয়ে তুমি..
প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো..
কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ,
এত বড় ঋণ,
আমার ভালবাসার ফুলে তোমার
ভরাব চরণ, ভরাব চরণ।
তুমি আমার এমনই ‘একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন,
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একজনমের ভালবাসা, একজনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষন।
তুমি আমার এমনই ‘একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ মন।
![তুমি আমার এমনই একজন লিরিক্স [ Tumi Amar Emoni Ekjon Lyrics ] - কনক চাঁপা [ Kanok Chapa ] 2 তুমি আমার এমনি একজন লিরিক্স | tumi amar emoni ekjon | কনক চাঁপা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_171/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/kanak_chapa-5d78d9224e090-300x171.jpg)
Tumi Amar Emoni Ekjon Lyrics
Jare ekjonome valobeshe bhorbe na e mon
Ek janamer valobasha, ek jonomer kache asha
Ekti chokher polok porte laage jotokkhon
Bhalobashar sagor tumi buke othoi jol
Tobu pipashate ankhi hoyre chol chol
Tomar milone bujhi go jibon birohe moron
Praaner pradeep hoye tumi jolcho nishidin
Kon mohore sodh hobe go eto boro reen
Amar valobashar fule tomay vorabo choron
![তুমি আমার এমনই একজন লিরিক্স [ Tumi Amar Emoni Ekjon Lyrics ] - কনক চাঁপা [ Kanok Chapa ] 3 তুমি আমার এমনি একজন লিরিক্স | tumi amar emoni ekjon | কনক চাঁপা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_169/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Untitled-1-163-2009110626-300x169.jpg)
চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম। চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।
গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। ২০১০ সালের অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’, ২০১২ সালের অমর একুশে বইমেলায় ‘মুখোমুখি যোদ্ধা’ ও ২০১৬ সালের অমর একুশে বইমেলায় ‘মেঘের ডানায় চড়ে’ নামে তিনটি বই প্রকাশিত রয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন তিনি। ২০২০ সালে জীবনী মূলক বইকাটা ঘুড়ি প্রকাশিত হয়েছে।
কনকচাঁপা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে আজ এই পর্যায়ে আসার জন্য তিনি সব সময় তার পিতা আজিজুল হক মোর্শেদ ও স্বামী মইনুল ইসলাম খান—এ দুজনের অবদানকেই অগ্রগণ্য করেন।
![তুমি আমার এমনই একজন লিরিক্স [ Tumi Amar Emoni Ekjon Lyrics ] - কনক চাঁপা [ Kanok Chapa ] 4 তুমি আমার এমনি একজন লিরিক্স | tumi amar emoni ekjon | কনক চাঁপা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_207,h_252/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/1600280793_1.jpg)