“মাগো তোমার এই-জগতে তুলনা যে নাই” গানটি গেয়েছেন সংগীতশিল্পী শংকর কুমার সরকার । তিনি মূলত বাউল গান গেয়ে থাকেন । গানটি মা কে নিয়ে গাওয়া একটি গান ।
মাগো তোমার-এই জগতে তুলনা যে নাই [ Mago Tomar Ei Jogote ]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ শংকর কুমার সরকার
মাগো তোমার এই জগতে তুলনা যে নাই [ Mago Tomar Ei Jogote ]
মা….মা গো …মা।
মা গো মাগো তোমার
এই জগতে তুলোনা যে নাই।।
আমি চাইযে মাগো নিদান কালে
চাইযে মাগো নিদান কালে
তড়ি যেন দেখা পাই মা
মা গো মাগো তোমার
এই জগতে তুলোনা যে নাই।।
মা গো মাগো তোমার
এই-জগতে তুলোনা যে নাই
আমি চাইযে মাগো নিদান কালে
চাইযে মাগো নিদান কালে
তড়ি যেন দেখা পাই মা
মা গো মাগো তোমার
এই জগতে তুলোনা-যে নাই।।
আমার কি বা আছে মাগো
কিবা তোরে দেব মা…..
মা .. গো
আমার কি বা আছে মাগো
কিবা তোরে দেব
এমন কিছু নাইযে আমার
যা দিয়ে ভুলাবো
আমার কি বা আছে মাগো
কিবা তোরে দেব
এমন কিছু নাইযে আমার
যা দিয়ে ভুলাবো ।।
শুধু ভক্তি ভরে ডাক্তে পারি
ভক্তি ভরে ডাক্তে পারি
তাইতো ডেকে যাই মা
মা গো মাগো তোমার
এই জগতে তুলোনা যে নাই।।
মা নামে যে এতো মধু
আগে বুঝি নাই
মা…..মা গো
মা নামে যে এতো মধু
আগে বুঝি নাই
মা যখন থাকবে না যে
তখন বুঝবো ভাই ।।
মা নামে যে এতো মধু
আগে বুঝি নাই
মা যখন থাকবে না যে
তখন বুঝবো ভাই ।।
আমরা মায়ের চরণ করি স্বরণ
মায়ের চরণ করি স্বরণ
কেঁদে বুক ভাসাই মা ।।
মাগো তোমার এই জগতে
তুলোনা যে নাই ।।
যঠোর যন্ত্রনা সয়ে
মোদের জম্ন দিলো
সেই মাকে কেন তোমরা
অবোহেলা করো ।।
দেখবে ক্ষিদার কালে মা ছাড়া যে
ক্ষিদার কালে মা ছাড়া যে
বান্ধব কেঊ নাই মা…
মাগো তোমার এই জগতে
তুলোনা যে-নাই ।।
আমি চাই যে মাগো নিদান কালে
চাইযে মাগো নিদান কালে
তোরে যেন দেখা পাই মা।।
মাগো তোমার-এই জগতে
তুলোনা-যে নাই ।।।।
আরও দেখুনঃ