রাগ দেবগিরি বিলাবল

রাগ দেবগিরি বিলাবল উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। বর্তমান ভারতের দৌলতাবাদের পূর্বে নাম ছিল দেবগিরি। এই স্থানের নামানুসারে এই রাগের নামকরণ করা হয়েছে। এর আরোহণে মধ্যম ও নিষাদ এবং অবরোহণে ধৈবত ও গান্ধার দুর্বল। বিবাদী স্বর হিসাবে এই রাগে কোমল নিষাদ ব্যবহার করে সৌন্দর্য সৃষ্টি করা হয়।

 

রাগ দেবগিরি বিলাবল

 

আরোহণ: স রগ, মর, গপ নধর্স
অবরোহণ : র্স নধপ, নপ, মগরগ, রস।
ঠাট : বিলাবল

রাগ দেবগিরি বিলাবল

জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ষড়্‌জ
সমবাদী স্বর : পঞ্চম
অঙ্গ : পূর্বাঙ্গ।

 

Google News Channel Logo

 

সময় : দিবাভাগ।
পকড় : স রগ মর, সা ন্ ধ্ প্ গ।

রাগ নারায়ণী

 

তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।

আরও পড়ুন:

Leave a Comment