কে তুমি লিরিক্স [ Ke Tumi Lyrics ] । মান্না দে । Manna Dey

কে তুমি লিরিক্স [ Ke Tumi Lyrics ]

মান্না দে । Manna Dey

 

কে তুমি লিরিক্স [ Ke Tumi Lyrics ] । মান্না দে । Manna Dey

 

প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম: মে ১, ১৯১৯; মৃত্যু: ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী এবং সুরকারদের একজন।

হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ প্রায় ২৪টি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সংগীত চর্চা করেছিলেন। আলিপুরদুয়ারে তাঁর গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না দে সংগ্রহশালা তৈরি করেছেন।

বৈচিত্র্যের বিচারে তাঁকেই ভারতীয় গানের ভুবনে সবর্কালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সংগীত বোদ্ধা।

কলকাতায় ২০১৯ খ্রিস্টাব্দে এই কিংবদন্তি সংগীত শিল্পী তথা সুরকারের জন্ম শতবর্ষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কলকাতাতেই প্রায় একশো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তর কলকাতায় তাঁর বাসস্থানের কাছে মর্মর মূর্তি স্থাপন করা হয়।

 

কে তুমি লিরিক্স [ Ke Tumi Lyrics ] । মান্না দে । Manna Dey

কে তুমি লিরিক্স

কে তুমি, কে তুমি..
কে তুমি লিরিক্স [ Ke Tumi Lyrics ] । মান্না দে । Manna Dey
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী…
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
আজ তোমায় দেখে হলো মনে
তুমি ছিলে মনের কোনে (২)
তোমার ডাকেই কূল হারালো
তোমার ডাকেই কূল হারালো
আমার স্বপ্নতরণী..
আমার স্বপ্নতরণী…
কে তুমি তন্দ্রাহরণী
কে তুমি তন্দ্রাহরণী
তুমি বোঝ নাকি,
তুমি বোঝ নাকি (২)
প্রাণের বিরাম জানে না আমার
বনের পাখী, তুমি শোন তা কি
কে তুমি লিরিক্স [ Ke Tumi Lyrics ] । মান্না দে । Manna Dey
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে (২)
মিলন মায়ায় হয় একাকার
মিলন মায়ায় হয় একাকার
সাধের স্বর্গধরণী..
সাধের স্বর্গধরণী…
কে তুমি তন্দ্রাহরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী…
কে তুমি তন্দ্রাহরণী..
কে তুমি তন্দ্রাহরণী..

Ke Tumi Lyrics

Ke tumi, key tumi..
Ke tumi tondra haroni
Ke tumi tandraharani
Danriye amar chokher aage
Rangale e mon pushporaage
Ke go chompabaroni
Ke tumi tandra harani
Key tumi tandra horoni
Aaj tomay dekhe holo mone
Tumi chhile moner kone (x2)
Tomar daakei kul haralo
Tomar dakei kul haralo
Amar swapno toroni
Amar swapno taroni….
Ke tumi tondra haroni
Ke tumi tandraharani
কে তুমি লিরিক্স [ Ke Tumi Lyrics ] । মান্না দে । Manna Dey
Tumi bojho naki
Tumi bojho naki
Praaner biraam jane na amar
Boner pakhi, tumi shono ta ki?
Oi bhromor aankhir gunjorone
Phool fotey taai mono pabone
Milan mayay hoy ekakar
Milan mayay hoy ekakar
Sadhher swargodharoni
Sadher swargadharoni…
Ke tumi tondra haroni

Leave a Comment