রাগ যোগকোষ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগটি নতুন। পণ্ডিত জগন্নাথ বুয়া তৈরি করেছিলেন রাগটি। এই রাগটি রাগ যোগ এবং রাগ চন্দ্রকৌঁসের সংমিশ্রণ।
রাগ যোগকোষ

আরোহণ: দ্ণ্স, গস, গমধনর্স
অবরোহণ : র্স নধপম, দণদপম গমজ্ঞস।
ঠাট : খাম্বাজ
জাতি : ঔড়ব (ঋষভ ও পঞ্চম বর্জিত)- ষাড়ব (ঋষভ বর্জিত)।
বাদীস্বর : ষড়্জ
সমবাদী স্বর : মধ্যম
অঙ্গ : পূর্বাঙ্গ প্রধান।
সময় : রাত্রি ভাগ।
পকড় : দণদপম, গ, মজ্ঞস
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
