আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স | Ache gouro nitai nodiyate lyrics | Asha Bhosle | আশা ভোঁসলে

আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স | Ache gouro nitai nodiyate lyrics, গানটি গেয়েছেন আশা ভোঁসলে।

 

আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স | Ache gouro nitai nodiyate lyrics | Asha Bhosle | আশা ভোঁসলে

 

আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স | Ache gouro nitai nodiyate lyrics | Asha Bhosle | আশা ভোঁসলে

 

আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স:

 

আছে গৌর নিতাই নদিয়াতে
কৃষ্ণ আছে মথুরাতে
আছে গৌর নিতাই নদিয়াতে
কৃষ্ণ আছে মথুরাতে
কালীঘাটে আছে কালী
ঢাকেশ্বরী ঢাকায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আছে গৌর নিতাই নদিয়াতে
কৃষ্ণ আছে মথুরাতে
কালীঘাটে আছে কালী
ঢাকেশ্বরী ঢাকায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
যাও দেখ তারকেশ্বর
বসে আছে মহেশ্বর
যাও দেখ তারকেশ্বর
বসে আছে মহেশ্বর
লাখে লাখে লোক চলেছে
স্বপ্নে আদেশের আশায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আছে গৌর নিতাই নদিয়াতে
কৃষ্ণ আছে মথুরাতে
কালীঘাটে আছে কালী
ঢাকেশ্বরী ঢাকায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
দেহ সাধনার স্থান
তাতে থাকে ভগবান
দেহ সাধনার স্থান
তাতে থাকে ভগবান
কায়মনবাক্যে ডাকলে তাকে
ঘরে বসে পাওয়া যায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আছে গৌর নিতাই নদিয়াতে
কৃষ্ণ আছে মথুরাতে
কালীঘাটে আছে কালী
ঢাকেশ্বরী ঢাকায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়
YaifwwriN4BzRFCyqbslL4 আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স | Ache gouro nitai nodiyate lyrics | Asha Bhosle | আশা ভোঁসলে
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Ache gouro nitai nodiyate lyrics in English:

Achhe Gour Nitai Nadia Te
Krishna Achhe Mothura Te
Kalighate Achhe Kali
Dhakeswari Dhakay
Aay Go Tora Dekhbi Jodi
Aay Go Chole Jaay
Jao Dekho Tarakeswar
Bose Achhe Moheswar
Lakhe Lakhe Lok Cholechhe
Swapner Adesher Ashay
Deho Sadhonar-I Sthaan
Taate Thake Bhagoban
Kaymonbakye Dakle Taake
Ghore Bose Pawa Jaay
Aay Go Tora Dekhbi Jodi
Aay Go Chole Jaay

আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স | Ache gouro nitai nodiyate lyrics | Asha Bhosle | আশা ভোঁসলে

 

আশা ভোঁসলে:

আশা ভোঁসলে (মারাঠি: आशा भोंसले, আশা ভোঁস্‌লে; জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৩৩) একজন ভারতীয় গায়িকা। মূলত তিনি হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত। আশা ভোঁসলে ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন। ১৯৪৩ সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। তিনি তার সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। মনে করা হয় তিনি ১২০০০ এরও বেশি গান গেয়েছেন। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে। ভারত সরকার তাঁকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।

আশা ভোঁসলে ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর সঙ্গিল রাজ্যের (বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত) সঙ্গিল জেলার গৌড়ে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দীনানাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি ভাষী গোমন্থক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। ভোঁসলের যখন নয় বছর বয়স, তখন তার পিতা মৃত্যুবরণ করেন।

তার পরিবার পুনে থেকে কোহলাপুর এবং পরে মুম্বইয়ে চলে আসে। তিনি ও তার বড় বোন লতা মঙ্গেশকর তাঁদের পরিবারের ভরণপোষণের জন্য চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয় শুরু করেন। তার গাওয়া প্রথম গান হল মারাঠি ভাষার মাঝা বল (১৯৪৩) চলচ্চিত্রে “চল চল নব বল”। গানটির সুরায়োজন করেছিলেন দত্ত দবজেকর। তার হিন্দি চলচ্চিত্রের গানে অভিষেক হয় হংসরাজ বেহলের চুনারিয়া (১৯৪৮)-এ “সাবন আয়া” গানে কণ্ঠ প্রদানের মাধ্যমে। তার প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল রাত কী রানী (১৯৪৯) চলচ্চিত্রের জন্য।

 

আছে গৌর নিতাই নদীয়াতে লিরিক্স | Ache gouro nitai nodiyate lyrics | Asha Bhosle | আশা ভোঁসলে

আরও দেখুনঃ 

Leave a Comment