যত দূরে লিরিক্স : ব্যান্ডটি এ পর্যন্ত আটটি সঙ্গীত-সঙ্কলন বের করেছে যার মধ্যে সাতটি স্টুডিওতে ধারণকৃত সঙ্গীত-সঙ্কলন এবং একটি বাছাইকৃত সংগীত-সঙ্কলন (কম্পাইলেশন অ্যালবাম) রয়েছে। ওয়ারফেইজ সঙ্গীতদলটি নিয়মিতভাবে বিভিন্ন স্থানে সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে (কনসার্ট) অংশ নিচ্ছে।
যত দূরে লিরিক্স | Joto dure Lyrics । Poth Chola | ওয়ারফেজ | Warfaze
Poth Chola
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
Joto dure Lyrics
Chup chap cari dik, matal hawa
Pakhider kolahole mon je haray
Hotat dekhi tomake ocena chayay
Amari shopne aka ei je tumi..
Nishobdhe ele tumi
Amari bhubone
Ghodhuli hoye robe tumi
Amari cirokal
Joto durei thako robe amari
Hariye jeona kokhono tumi
Joto durei thako robe amari
Hariye jeona kokhono tumi
Koto kal royechi tomari poth cheye
Koto rat keteche tomari asha te
Joto durei thako robe amari
Hariye jeona kokhono tumi
Joto durei thako robe amari
Hariye jeona kokhono tumi
Chup chap cari dik, matal hawa
Pakhider kolahole mon je haray
Hotat dekhi tomake ocena chayay
Amari shopne aka ei je tumi..