তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস লিরিক্স [ Tui Chirodin Tor Dorja Khule Rakhis Lyrics ] – শিলাজিৎ মজুমদার [ Silajit Majumder ]

তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস লিরিক্স [ Tui Chirodin Tor Dorja Khule Rakhis Lyrics ] – “তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস” গানটি “হেমলক সোসাইটি” বাংলা সিনেমার “শিলাজিৎ মজুমদার [ Silajit Majumder ]” একটি গান। গানটির লিরিক্স লিখেছেন অনুপম রায়।

 

তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস লিরিক্স [ Tui Chirodin Tor Dorja Khule Rakhis Lyrics ]
শিলাজিৎ মজুমদার

তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস লিরিক্স

 

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস ?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে
কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে ?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে,
তারপর বেরোয় মেঘ
আর তারায় ভরা স্টেশন
একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন।
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং।
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি
শূন্যে খুড়োর কল, সব মিথ্যে আহামরি,
একটু শুনতে চাই
তোর পাঁজর ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার।
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং।
তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস লিরিক্স [ Tui Chirodin Tor Dorja Khule Rakhis Lyrics ] শিলাজিৎ মজুমদার
শিলাজিৎ মজুমদার

Tui Chirodin Tor Dorja Khule Rakhis Lyrics

 

Tui chiro din tor dorja khule thakis
Obadh anagonar hisheb keno rakhis ?
Sakkhat aladin tor pradeep bhora jine
Keno khujte jash amay sajano magazine-e?
Veja rail gari hoyto sobuj chuye fele
Aar sarata poth khamkheyale chole
Tarpor beroy megh ar taray bhora station
Ektu thamte chaay premiker inspiration
Tor e sokal ghum bhenge dite pari
Tor e bikel ghuri chire dite pari
Toke aalor aalpin dite pari
Toke bosonter din dite pari
Amake khuje de jawl phoring
Chure fele de tor golpo bola ghori
Sunney khuror kol, sob mitthey ahamori
Ektu sunte chai tor panjor vanga chitkar
Onno gaaner sur tor adbhut e ahonkar
তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস লিরিক্স [ Tui Chirodin Tor Dorja Khule Rakhis Lyrics ]
শিলাজিৎ মজুমদার

শিলাজিৎ মজুমদার কে নিয়ে বিস্তারিত ঃ

শিলাজিৎ মজুমদার (জন্ম: ৯ অক্টোবর ১৯৬৫) ভারতের পশ্চিমবঙ্গের গায়ক, গীতিকার ও অভিনেতা। নি তার স্কুল জীবনের লেখাপড়া শেষ করেন সেইন্ট পল কেজি স্কুল, স্কটিশ কলেজিয়েট স্কুল-এ অধ্যয়ন করে। এরপর তিনি ভর্তি হন স্কটিস চার্চ কলেজ নামক একটি কলেজে। শিলাজিৎ মজুমদার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ‘বিদ্যাসাগর কলেজ’ থেকে স্নাতকোত্তর করেছেন।
তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস লিরিক্স [ Tui Chirodin Tor Dorja Khule Rakhis Lyrics ]
শিলাজিৎ মজুমদার

Leave a Comment