আই খুকু লিরিক্স | ai khuku lyrics | Sravanti mazumder | Hemanta mukherjee

আই খুকু লিরিক্স,

গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়  ও শ্রাবন্তি মজুমদার।

 

আই খুকু লিরিক্স | ai khuku lyrics | Sravanti mazumder | Hemanta mukherjee

 

আই খুকু আই লিরিক্স | ai khuku ai lyrics | sravanti mazumder | hemanta mukherjee

আই খুকু আই লিরিক্স

 

কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসেনা

জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবার মত কেউ বলেনা

আয় খুকু আয়আয় খুকু আয়

আয় খুকু আয়আয় খুকু আয়

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছুই যখন ভাল লাগবেনা তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয়আয় খুকু আয়

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি

মনে হয় বাবা যদি বলতো আমায়

আয় খুকু আয়আয় খুকু আয়,

আয় খুকু আয়আয় খুকু আয়

আয় খুকু আয়আয় খুকু আয়

আয়রে আমার সাথে আয় এক্ষুনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয়আয় খুকু আয়

দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়

আরশিতে যখন এই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয়আয় খুকু আয়

আয় খুকু আয়আয় খুকু আয়

আয়রে আমার কাছে আয় মামণি

সবার আগে আমি দেখি তোকে

দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয়আয় খুকু আয়

ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা কজনে আমার মতন

মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়

আয় খুকু আয়আয় খুকু আয়

আয় খুকু আয়আয় খুকু আয়

আয়রে আমার পাশে আয় মামণি

 হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

আয় খুকু আয়আয় খুকু আয়..

 

ai khuku ai lyrics in english

Kate na shomoy jokhon ar kichute
Bondhur telifone-e mon boshe na
Janlar gril-tate thekai matha
Mone hoy babar moto keu bole na
Aay khuku aay, Aye khuku aye

Aayre amar sathe gaan geye ja
Notun notun shur ne sikhe ne
Kichui jokhon valo lagbe na tor
Piyanoy boshe tui bajabi-re
Cinema jokhon choke jwala dhoray
Gorom Coffee-r moja juriye jaay
Kobitar boi gulo chure feli
Mone Hoy baba jodi bolto amay
Aay re amar sathe aay ekhuni
Kothao ghure ashi sohor chere
Chelebelar moto baayna kore
Kaaj theke nena tui amay kere

Dokane jokhon ashi saajbo bole
Khopa-ta bendhe nei thanda haway
Aar-shite jokhon ei chokh pore jay
Mone hoy baba jeno bolche amay

 

আই খুকু আই লিরিক্স | ai khuku ai lyrics | sravanti mazumder | hemanta mukherjee

হেমন্ত মুখোপাধ্যায়:

হেমন্ত মুখোপাধ্যায় (১৬ জুন ১৯২০ – ২৬ সেপ্টেম্বর ১৯৮৯) একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দু-বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন। তিনি উপমহাদেশের সবথেকে শ্রেষ্ঠ একজন শিল্পী ছিলেন, বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন। নানামুখী গানে আর কোন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেনি।হেমন্ত মুখোপাধ্যায় কে বলা হয় সঙ্গীতের ঈশ্বর।

 

আই খুকু আই লিরিক্স | ai khuku ai lyrics | sravanti mazumder | hemanta mukherjee

 

আরও দেখুনঃ

Leave a Comment