তোর প্রেমেতে অন্ধ লিরিক্স [ Tor Preme Te Ondho Lyrics ] । জেমস । James

তোর প্রেমেতে অন্ধ লিরিক্স [ Tor Preme Te Ondho Lyrics ]

জেমস । James

 

ফারুক মহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম: ২ অক্টোবর ১৯৬৪), হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং একজন বলিউড নেপথ্য গায়ক।

তিনি রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন।

তিনি ১৯৯০ এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসাবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা “বিগ থ্রি অফ রক” এর মধ্যে অন্যতম, যারা এলআরবি এবং অর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সংগীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত।

ফিলিংসকে বাংলাদেশের সাইকেডেলিক রক এর প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। তাকে প্রায়শই “গুরু” নামে অভিহিত করা হয়।

তিনি ব্যান্ডের পাশাপাশি “অনন্যা” (১৯৮৯), “পালাবে কোথায়?” (১৯৯৫), “দুঃখিনি দুঃখ করোনা” (১৯৯৭), “ঠিক আছে বন্ধু” (১৯৯৯) এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে তার সোলো ক্যারিয়ারও (একক কর্মজীবন) এগিয়ে নিয়ে যান।

তিনি বলিউডের চারটি চলচ্চিত্রে প্লেব্যাকও করেন, এগুলো গ্যাংস্টার (২০০৬), ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ… মেট্রো (২০০৭), ওয়ার্নিং (২০১৩)।

 

 

 

তোর প্রেমেতে অন্ধ লিরিক্স [ Tor Preme Te Ondho Lyrics ] । জেমস । James

তোর প্রেমেতে অন্ধ লিরিক্স

তোর প্রেমেতে অন্ধ হোলাম,

কি দোষ দিবি তাতে

বন্ধু তোরে খুঁজে বেড়াই,

সকালদুপুররাতে (x2)

আগুন জেনেও পুড়লাম আমি

দিলাম তাতে ঝাঁপ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু

ছিলো পুরোটাই পাপ (x2)

তোর প্রেমেতে অন্ধ হোলাম,

কি দোষ দিবি তাতে

বন্ধু তোরে খুঁজে বেড়াই,

সকালদুপুররাতে

 

 

 

তোর কারনে ভুললাম আমি

গোত্রজাতি কুল,

কাঁটার সাথে করলাম সন্ধি,

পায়ে পিষে ফুল .. (x2)

কেমন করে সইবো আমি

প্রেম আগুনের তাপ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,

ছিলো পুরোটাই পাপ (x2)

পথ হারানো পথিক হলাম

সব হারিয়ে নিঃস্ব

তোর আমার এই প্রেমের

কি দাম দেবে বিশ্ব (x2)

প্রেমের নামে কিনলাম আমি

নিঠুর অভিশাপ,

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু,

ছিলো পুরোটাই পাপ (x2)

তোর প্রেমেতে অন্ধ হলাম

কি দোষ দিবি তাতে,

বন্ধু তোরে খুঁজে বেড়াই ,

সকালদুপুররাতে

 

 

 

Tor Preme Te Ondho Lyrics

Tor preme te ondho holam Ki dosh dibi tate
Bondhu tore khuje berai Sokal dupur raate
Aagun jene-o purlam ami Dilam tate jhaap
Tor amar preme chilo re bondhu
Chilo puro tai paap
Tor karone bhullam ami gotro, jaati kuul
Kantar sathe korlam sondhi paaye pishe ful
Kemon kore shoibo aami prem aaguner taap
Tor amar preme chilo-re bondhu
chilo purotai pap

 

Poth harano pothik holam shob hariye nissho
Tor amar ei premer ki daam debe bissho
Premer naame kinlam aami nithur obhishaap

 

তোর প্রেমেতে অন্ধ লিরিক্স [ Tor Preme Te Ondho Lyrics ] । জেমস । James

Leave a Comment